ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি, পুলিশ ও র্যাবের ১১ জন কর্মকর্তাকে বাংলাদেশে ফেসবুকের ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্র জানায়, এর আগে সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের বৈঠক হয়। সে সময় ফেসবুক সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয় সম্পর্কে যোগাযোগ রক্ষা করতে বাংলাদেশে সুনির্দিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের ফোকাল পয়েন্ট নিয়োগের পরামর্শ দেওয়া হয়। এখন থেকে এ কর্মকর্তরাই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে ফেসবুকের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।
ফেসবুকের সাত জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা হচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব দেলোয়ার হোসেন, বিটিআরসি কর্তৃক নির্ধারিত একজন কর্মকর্তা, পুলিশ সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক উর রশীদ, বিশেষ শাখার পুলিশ সুপার এসএম আমিনুল বারী ও আসাদ উল্লাহ চৌধুরী, সিআইডির বিশেষ সুপার মোল্লা নজরুল ইসলাম ও রুমানা আখতার, র্যাবের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু,মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমান পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল সেলিম আন্দ এবং এবং এ এফ এম কিবরিয়া।
সূত্র জানায়, বিটিআরসির সুনির্দিষ্ট কর্মকর্তার নাম মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি। বিটিআরসি থেকে নাম পাঠানো হলে ওই কর্মকর্তার নাম ফোকাল পয়েন্ট তালিকায় অন্তর্ভূক্ত করে ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।