BD 24

  
  
  
  

  
  
  
  
  
  
  
  
  

  
  
  

  
  
  
  
  
  

 

কর্মসংস্থান হবে আড়াই কোটি

Sohag Sheikh ১৪ ডিসেম্বর, ২০১৭ অর্থনীতি
img

দেশের দক্ষিণ-পশ্চিম অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন করতে পারলে ২০৫০ সালের মধ্যে আড়াই কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে ওই অঞ্চলের আর্থিক আয় প্রায় ১২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। যদিও বর্তমানে এ আয় ১ লাখ কোটি টাকার মধ্যে রয়েছে। তবে এ করিডোরে নতুন শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রায় ৪৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। পাশাপাশি জমি দরকার ৮০ হাজার একর। মঙ্গলবার প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক সমীক্ষায় এসব তথ্য তুলে ধরা হয়।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘দক্ষিণ-পঞ্চিম অর্থনৈতিক করিডোর’ শীর্ষক সেমিনারে এডিবির সমীক্ষার তথ্য অনুযায়ী প্রস্তাবিত এ করিডোর অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখবে, তা আলোচনায় ওঠে আসে। সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অর্থনৈতিক উন্নয়নের একটি সূচক হচ্ছে করিডোর। তবে এ করিডোর বাস্তবায়নে বিদ্যুতের হিসাবটি সতর্কভাবে পর্যালোচনা করতে হবে। পাশাপাশি জমির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। বর্তমানে দেশের প্রবৃদ্ধি বাড়ছে। ব্যবসা-বাণিজ্য বাড়ছে। অভ্যন্তরীণ বাজারে চাহিদা ক্রমশ বাড়ছে। এটি ক্রমান্বয়ে চলতে থাকলে দারিদ্র্যের হার আরও কমবে। দেশ মধ্যম আয়ের তালিকা অন্তর্ভুক্ত হবে। সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব ড. এম আসলাম আলম প্রমুখ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অর্থনৈতিক করিডোরে অর্থনৈতিক, কর্মসংস্থান, জমির প্রাপ্যতা নিয়ে এডিবির একটি সমীক্ষা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে শিল্পায়ন, গ্রামীণ উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়বে। বর্তমান উল্লিখিত অঞ্চল থেকে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার অর্থনৈতিক আয় হচ্ছে। আর করিডোর বাস্তবায়ন হলে ২০৫০ সালের মধ্যে ১৪ হাজার ৮০০ কোটি ডলারে উন্নতি হবে। তবে এ করিডোরের জন্য জমির প্রয়োজন হবে। আগামী ২০২২ সালের মধ্যে ১০ হাজার একর জমির দরকার হবে। একইভাবে ২০২৫ সালে দরকার হবে ২০ হাজার একর, ২০৩০ সালে ৪৫ হাজার একর এবং ২০৫০ সালে দরকার হবে ৮০ হাজার একর জমি।
সমীক্ষায় দেখানো হয়, করিডোরের কারণে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য নতুনভাবে গড়ে ওঠবে। এতে বিপুল কর্মসংস্থানও সৃষ্টি হবে। ২০২২ সালে ৬০ লাখ, ২০২৫ সালে ৮০ লাখ, ২০৩০ সালে এক কোটি ১০ লাখ, ২০৪০ সালে ২ কোটি ১০ লাখ এবং ২০৫০ সালে কর্মসংস্থানের সুযোগ হবে ৩ কোটি ৫০ লাখ। এই মোট কর্মসংস্থানের মধ্যে আড়াই কোটি হবে নতুন কর্মসংস্থান।
সেখানে বিদ্যুতের চাহিদা উল্লেখ করে বলা হয়, দক্ষিণ-পশ্চিম অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের কারণে বিদ্যুতের প্রয়োজন হবে। এক্ষেত্রে আগামী ২০২২ সালে ওই অঞ্চলে বিদ্যুতের চাহিদা হবে ৭ হাজার ১২১ মেগাওয়াট। একইভাবে ২০৩২ সালে দরকার হবে ১০ হাজার ৮৬৪ মেগাওয়াট, ২০৩১ সালে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ১৬ হাজার ৩০৮ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী ২০৪২ সালে বিদ্যুৎ প্রয়োজন হবে ২৪ হাজার ৬২ মেগাওয়াট এবং ২০৪৭ সালে ৩৭ হাজার ২২৩ মেগাওয়াটের। সেমিনারে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে জমির প্রাপ্যতা এবং বিদ্যুতের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। করিডোরের জন্য শরীয়তপুর ও মাদারীপুর বিবেচনা করলে বাস্তবায়ন কঠিন হবে। কারণ সেখানে অনেক ঘনবসতি অঞ্চল। এজন্য কোস্টাল এরিয়াকে বিবেচনায় নিতে হবে। পটুয়াখালী, বরগুনায় অনেক জমি আছে, তা বিবেচনা করতে পারে। তিনি আরও বলেন, ২০৫০ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুতের দরকার হবে এই করিডোর বাস্তবায়নের জন্য। এ বিদ্যুতের চাহিদা নিরূপণে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন হলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। উন্নয়ন ঘটবে ব্যবসা-বাণিজ্যের। বর্তমান বিদেশি বিনিয়োগ আসবে। কিন্তু তখন বিদেশি বিনিয়োগসহ দেশি বিনিয়োগের বড় ধরনের সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল ইসলাম বলেন, অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমবে এবং সময় সাশ্রয় হবে। শিল্পায়নের প্রবৃদ্ধি ঘটবে, যা অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

সম্পর্কিত আরো পোস্ট

আমাদের ফেইসবুক

রাশিফল

 • sagittarius

  মেষ

 • sagittarius

  বৃষ

 • sagittarius

  মিথুন

 • sagittarius

  কর্কট

 • sagittarius

  সিংহ

 • sagittarius

  কন্যা

 • sagittarius

  তুলা

 • sagittarius

  বৃশ্চিক

 • sagittarius

  মকর

 • sagittarius

  কুম্ভ

 • sagittarius

  মীন

 • sagittarius

  ধনু

 • মেষ 22 January 2017

  কোনো ব্যাপারে অনিশ্চয়তায় ভুগতে পারেন। প্রতিপক্ষকে আয়ত্তে আনতে আরো অপেক্ষা করতে হবে। বন্ধু কিংবা সহকর্মীর পেছনে অর্থ ব্যয় হবে। সন্তানদের লেখাপড়া নিয়ে উদ্বেগ বাড়বে।

 • বৃষ 22 January 2017

  তুচ্ছ কারণে এই রাশির জাতকরা আজ হয়রানির শিকার হতে পারেন। বুদ্ধি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারলে লাভবান হবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে।

 • মিথুন 22 January 2017

  অন্যের কথায় নির্ভর না করে নিজের সিদ্ধান্ত নিজেই নিন। বিক্ষিপ্তভাবে কাজ করে সময় নষ্ট করলে দিনশেষে খেসারত দিতে হবে। প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে আরো ধীরস্থির হতে হবে। 

 • কর্কট 22 January 2017

   

  আজ অসাবধানতার কারণে কোনো জিনিস হারাতে পারে। পুরনো পাওনা আদায়ে নতুন বিড়ম্বনায় পড়বেন। পারিবারিক ঝামেলা এড়াতে আরো কৌশলী হওয়ার দরকার। 

 • সিংহ 22 January 2017

   

  এই রাশির জাতকদের আজ কর্মক্ষেত্রে আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। শিল্প, সাহিত্য কিংবা বিনোদনমূলক কাজে জড়িয়ে যেতে পারেন। আজ গান শুনতে মন চাইবে। যাত্রা শুভ। 

 • কন্যা 22 January 2017

  বাড়িতে অতিথির আগমন ঘটবে। দিনশেষে প্রশংসা মিলবে রাজনীতিবিদদের। কর্মস্থলে কোনো সহকর্মী ঝামেলা পাকাতে পারেন। ভুল বোঝাবুঝি হবে প্রেমিক-প্রেমিকার মধ্যে। 

 • তুলা 22 January 2017

  স্থলপথের যাত্রায় সতর্ক থাকুন। কোথাও থেকে কোনো সুখবর পেতে পারেন। কাজকর্মের অগ্রগতি হবে। ভালো যাবে পারিবারিক সম্পর্কও। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে।

 • বৃশ্চিক 22 January 2017

  আজ আত্মীয়ের সংখ্যা বাড়বে। পড়াশোনায় মনোযোগ বাড়বে শিক্ষার্থীদের। কর্মক্ষেত্রে পারিপার্শ্বিক প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হবে।

 • মকর 22 January 2017

  নতুন কোনো কাজের সন্ধান মিলবে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, পুরনো কোনো ব্যাধিতে ভুগতে পারেন। যানবাহনের ব্যাপারে সতর্ক থাকুন। দুর্ঘটনার আশঙ্কা আছে। বিনোদন শুভ।

 • কুম্ভ 22 January 2017

  অর্থনৈতিক সমস্যায় বিচলিত হওয়া ঠিক হবে না। বরং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করাই ভালো। এ ছাড়া কাজকর্মে মনোযোগ দিতে হবে। অন্যকে খুশি করতে বাড়াবাড়ি করবেন না। 

 • মীন 22 January 2017

  সামাজিক কাজে এই রাশির জাতকরা প্রশংসা পাবেন। ঠিকঠাক দায়িত্ব পালনের কারণে আজ আপনার দায়িত্ব আরো বেড়ে যাবে। পারিবারিক ঝামেলায় উদ্বেগ বাড়বে। দূরের যাত্রা শুভ। 

 • ধনু 22 January 2017

  নতুন গৃহসামগ্রী কিনতে গিয়ে অনেকগুলো টাকা খরচ হবে। বিদেশি সংস্থা বা ব্যক্তির সঙ্গে চুক্তি হবে কারো কারো। বিনোদন ও রোমান্স শুভ। স্ত্রীকে আরো বেশি সময় দিন। দূরের যাত্রা শুভ। 

ফটো গ্যালারি