মোনালিসা’ পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিখ্যাত চিত্রকর্ম। লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত সব চিত্রকর্মের অন্যতম।
সে আজন্ম রহস্যের আগুনে ঘি ঢেলে দিয়েছে সম্প্রতি আবিষ্কৃত মোনালিসার আরেকটি চিত্রকর্ম। ‘মোনা ভান্না’ বা নগ্ন মোনালিসার চিত্রকর্ম। এ চিত্রকর্ম নিয়ে গোটা বিশ্বে এখন হইচই।
বিশেষজ্ঞরা দাবি করেছেন, কাঠ-কয়লা দিয়ে আঁকা স্কেচটির বয়স প্রায় ১৫০ বছর এবং ভিঞ্চি নিজেই তার অনবদ্য সৃষ্টি মোনালিসার এমন নগ্ন ছবি এঁকেছেন।
সম্প্রতি উত্তর প্যারিসের চ্যান্তিলি প্রাসাদের কোন্দে জাদুঘর থেকে এ নগ্ন মোনালিসার স্কেচটি পাওয়া যায়। ১৮৬২ সাল থেকে এই শিল্পকর্মটি সেখানে পড়েছিল।
গবেষকরা নগ্ন মোনালিসার দেহাবয়বের সঙ্গে আসল মোনালিসার অনেক মিল খুঁজে পেয়েছেন। স্কেচটির মুখ ও হাতের গঠনের সঙ্গে মূল তৈলচিত্রের আশ্চর্য মিল। পোর্ট্রেটের মাপ প্রায় এক। মূল অবয়বের চারপাশের অংশের মিল দেখে গবেষকরা জানিয়েছেন একই মাপের ক্যানভাসে ওই স্কেচটি তৈরি হয়েছিল।
প্যারিসের চ্যান্তিলি প্রাসাদের কোন্দে জাদুঘরের কিউরেটর ম্যাথিউ ডেলডিক জানিয়েছেন, ওই স্কেচটিতে যেভাবে মুখ ও হাতের অংশ আঁকা হয়েছে তা সত্যিই বিস্ময়কর।তার মতে, সম্ভবত এটি মোনালিসা আঁকার সময়ই তৈরি হয়েছিল এবং আঁকা হয়েছিল ভিঞ্চির জীবনের শেষভাগে। মূল চিত্রকর্মের প্রস্তুতি হিসেবে ওই স্কেচটি আঁকা হয়েছিল বলে মনে করছেন তিনি।